তারুণ্যকে দেখেছি নিত্য,উম্মাদনা দেখেছি নানা ছলে;
লাঘামহীন ঘূর্ণি দেখেছি দামাল স্রোতের পলে পলে;


যৌবনের নিত্য চিত্তক্ষোভ, দূর্জ্য় অভিমান
দিকে দিকে দূর্গ্ প্রহরীরা পরাজিত অপমান ।


বাগানের বক্ষ আজি সীমাহীন বেদনার নীলিমা..
কি এক দীর্ঘশ্বাসে পথহীন পথে বিরহী প্রিয়তমা।


সাগরে উঠেছে অগ্নি ঝড়!অঙ্গে অঙ্গে তুফান!
কামুক হইয়া আছে সূরভী ফুলের তীব্র ঘ্রাণ।


উড়ে যায় তারা নগ্ন ডানায় করে যায় বিদ্রূপ
দিকে দিকে খুলে দেয় তারা সৌরভের রূপ- স্বরূপ !


লজ্জার  চেয়ে নির্ল্জ্জ সত্য, এ বিশ্বাসে খুলে দিবে, দেখ ।
লজ্জা সত্য,চরিত্র সত্য,সম্মান সত্য, সব ছুঁড়ে চলিছে একা!


কে কি ভাবল কি আসে যায় গোপানাঙ্গ প্রকাশ লজ্জায় !
এ যে কলি কাল নাহি দমে যায় নিষিদ্ধ সজ্জায়।


ঘরে বাইরে নৈতিক শিক্ষা না পায় যদি খোঁজে
এমনি তো হবে ধর্ম্ যদি নাহি থাকে প্রাণের সাথে যুঝে।


নগ্নতা কি বন্ধ হবে? ফিরে আসবে কি শত শত!
স্ব স্ব ধর্মের পবিত্র বিধানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো।
--------------------------------------