এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ফুলকে ভাবছি!
এ কোন ফুলের সুবাসে আমি হারিয়ে  চলছি।
ফুলের বাগানে কত শত ফুল দেখি-হে রাণী
যে সৌরভ সুবাস ছড়িয়ে আছে প্রাণের মধ্যখানি!


আজ ফুল ফুটেছে, যে ফুল ফুটেছে, সে রক্ত গোলাপ!
এখানে রক্ত জবাও ফোটে আছে, সে সব মিথ্যা আলাপ ।
জানি না সে গোলাপ শুনতে পাচ্ছে কি না
আমি যে রাণীকে ভালবাসি- সে কি বুঝে?
অনেক হয়েছে স্পর্শ্- তারপর হয়নি স্পর্শ্ আজও
জানি না সে ঐখানে জেগে আছে কিনা
হে- আমার রক্ত গোলাপ!


অনেক ভেবেছি ,
গোলাপ নাকি জবা- এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে !
এ আলো জেগে ওঠেছে- কি এক পাঁপড়ি ছড়িয়ে!
সে যে  আমার রক্ত গোলাপ !


ফোটার সময় আর কত দুর! হে রূপসী ফুলের রাণী !
তোমাকে যে গোলাপ ভেবেছি আমার এ হৃদয় ধরনি ।
-------------------------------------------