বাঙ্গালীরে দিয়েছো বাংলা ভাষা,কথা কই সেই ভাষা,
রক্ত দিয়েছো, প্রাণ দিয়েছো,এর বেশী কি আর আশা?
আমারে দিয়েছো ধ্বনি, আমি তারে দিয়ে জুড়াই প্রাণ,
বাংলা ভাষা, মাতৃভাষা ,সালাম ,বরকত ,রফিকের অবদান
অ, আ, ক, খ  করেছো তুমি স্বাধীন,
বাক তরঙ্গে সে নয় তো আজ অমলিন।


আমি গাই সেই সুরে গাই
যে সুর তোমরা দিয়েছো ভাই
এ পৃথিবীর যে প্রান্তে যাই।
বাংলা ভাষার তুলনা যে নাই
এতো তৃপ্তি, এতো প্রেম, কোথাও নাহি পাই
সালাম, সালাম , হাজার সালাম
এ প্রাণে দিয়েছি তোমাদের ঠাঁই।


তোমার ঝরেছে যত রক্ত তাজা,
সে তো রক্ত নয় যেন বর্ণ্  রাজা!
বাংলা ভাষাকে এনে দিলে যে হাসি’
সে প্রতিবাদ বিশ্ববুকে এক অমর শশী!
দেখ দেখ, আজ দেখ-
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অ, আ,ক, খ কে আছে রুখে! কার এতো সাহস!


রক্ত যা দিলে উড়ার করি মাতৃভাষা মুক্তিতে তুমি..
সেই তুমি শহীদ মিনারে মিনারে আজ এ বঙ্গ ভূমি।
----------------------------------------