ওহে নবীণেরা শোন,
মুক্তিযুদ্ধের কাহিনী শুনিয়া জাগিবার নাই কি বীর কোন ?


স্বাধীন পতাকার জন্য যারা দিয়ে গেছে প্রাণ সেদিন
তার মূল্য কি আমরা বুঝেছি কিংবা দিয়েছি কোনদিন ?
এখানে যাহারা রয়েছি কিবা পেয়েছি স্বাধীন বাংলাদেশ
কভূ কি প্রশ্ন করেছি আপনাকে ?
কিবা পেয়েছি এই স্বাধীনতাকে ?
প্রতিদিন শুনি মিথ্যা কাহিনী, মিথ্যা ইতিহাস !
নিজের স্বার্থে গৌরব উজ্জ্বল স্বাধীনতাকে করেছি অপমান
শত্রুকে  দিয়েছি পতাকা, পদধূলিত করেছি মুক্তির সম্মান !
হয়নি জন্ম তবু শিহরিয়া উঠি
যখনই শুনি,
এবারের সংগ্রাম -মুক্তিম সংগ্রাম
এবারের সংগ্রাম -স্বাধীনতার সংগ্রাম
সেই অমর কবিতা বুকের পিঞ্জরে আজও জীবন্ত
কিন্তু স্বাধীনতা কিংবা মুক্তি বড় বেশী ঘুমন্ত !


ওহে নবীণেরা শোন,
মুক্তিযুদ্ধের কাহিনী শুনিয়া জাগিবার নাই কি বীর কোন ?
ক্ষমতার লোভে ইতিহাসের পাতায় দেখ মিথ্যা কথা..
শোধরে নাও, মুছে দাও এ নিষ্ঠুর বিষাক্ত ব্যাঙর ছাতা ।
---------------------------------------------