গতিতে ঐ  ভাঙ্গ সকল আছে যত  বলয় ।
এগিয়ে চল বীর দর্পে  তোলে ঘুর্ণি  প্রলয় ।
তুমিই শক্তি- তুমিই আশা
হওনা আজি উদয় !
হাসবে মা হাসবে জাতি এমনই যেন হয় ।
তারুণ্যে ঐ জাতির আশা নাহি কর ক্ষয়
আজকের তুমি আগামীর আলো অন্তেঃ যেন রয়
তোমার রঙ্গে চাই যে মোরা নিত্য নতুন  সাজি !
সময় ঐ দিচ্ছে ডাক -নাওনা করে পূঁজি ?
তোমার পানে চেয়ে ”মা”মেলবে পাঁপড়ি কবে !
বৃক্ষ ঐ যতন  করে রেখেছে তোমায় ভবে ।
আজকের কলি মেলবে ডানা দিয়ে ঘ্রাণ সবে ।
আসবে মৌ আসবে ভ্রমর কতক সুবাষ লবে !
গর্বে ফুল ছড়িয়ে ডানা প্রেমিক ছোঁয়া নিবে ।
আশার তটে সেই যে বুঁনে তুমিই আগামী হবে