কে এল ঐ টুঙ্গীপাড়ায় সবুজ শ্যামল গায় ?
১৭ই মার্চ্ দোলছে শিশু মায়ের উত্তাল  নায় ।
সেতো সেই ছোট্র শিশু আনপলকে চায়
কি যেন সে ভাবছে তখন, কতক ভঙ্গিমায় !
মায়ের কোলে ছেলেটি ঐ
কেমন যেন হায় !
এই বুজি ও গর্জে ওঠে অবুজ অভিপ্রায়
কি যেন নেই পেতে চায় আয় তোরা আয়
অঙ্গ ভঙ্গি চলন বলন উচ্চ স্বরে গায়
আসছি আমি  কইরে তোরা ডাক দিয়ে যায়
ছোট্র শিশু শেখ মুজিব –
ঐ যে টুঙ্গীপাড়ায় !
মুক্তির শিখা জ্বলবে এবার- দেরে তোরা ছড়ায়
গায়ের ছেলে নাহি দমে শেখ মুজিবের প্রাণ
ধীরে ধীরে ওঠছে বেড়ে পিতার পালোয়ান ।
কইরে তোরা দেখরে সবে মায়ের নজোয়ান ।
মুক্তির আশায় ঐ যে তেড়ে হচ্ছে আয়োগান ।
রণের স্পৃহা আঙ্গলি ঐ
৭ই মার্চের ভাষণ ।
বজ্র কন্ঠে  বঙ্গ বন্ধু শুনরে তোরা শুন
”এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম”
ছুটরে মায়ের টান ।
গড়রে দূর্গ্  বাংলা জুড়ে যত ইউনিয়ন
”এবারের সংগ্রাম - স্বাধীনতার সংগ্রাম”
চালা তরী উজান ।
পারবি তোরা এগিয়ে যা- ওরে বলিয়ান ।
ছোট্র শিশু আজকের পিতা হয়নি নতজান ।
”শেখ মুজিব” স্বাধীন বাংলায় চিরমহিয়ান ।
পারেনি ওরা মুছে দিতে তোমার জয়গান ।
”জয় বাংলা” তরীর পালে আজও মহিয়ান ।
যায়নি ভুলে মুক্তির পথে  তোমার অবদান।
১৭ ই মার্চ্ মায়ের কোলে তুমিই সেরা দান ।