আঙ্গুলী ঐ গর্জে ওঠে ৭ ই মার্চে ওর
বজ্র কন্ঠের উত্তাল ধবনি নহে ধাবাইবার ।
বীর বাঙ্গালী রুখে দাড়া
হয়েছে সময় যাবার ।
অস্ত্র হাতে যুদ্ধ রণে সাধ্য আছে কার
কল্লা কাট হটা ওদের আনরে মুক্তি তোর
আামি যদি নাও পারি হবি দুর্নিবার
যার যা আছে দুর্গ্ গড়
আনরে স্বাধীকার ।
”এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
কররে জয় সমর ।
”এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
নাইতো সময় আর
তরী মাঝি উড়া পাল জাগরে আরেকবার
”জয় বাংলা” সমর রণে তুললে তোরা সুর
উত্তাল জন তারই ডাকে ছুটছে নিশি ভোর
ডাক শুনে ঐ
১৯ মার্চ্  জাগল গাজীপুর ।
মৃক্তির স্পৃহায় অস্ত্র হাতে উত্তাল জয়দেবপুর ।
মুক্তি যুদ্ধের প্রথম গুলি্র একক দাবীদার ।
গাজীপুরবাসী দমেনি কভু চেয়েছে স্বাধীকার ।
বঙ্গ তাজের আহবানে জেগেছে বহুবার ।
সম্মুখ যুদ্ধের উপমা সেই শক্তি যত মনের
সশস্র প্রতিরোধের
সেই যে হুঙ্কার
১৯ শে মার্চ্ মুক্তি যুদ্ধের প্রথম অহঙ্কার ।
অস্ত্র হাতে রুখে দেয় হঠায় হানাদার
চায়নি ওরা পারেনি ওরা মিত্র রাজাকার ।
হুরমত, নিয়ামত, কানু মিয়া আরো কত জন
মনু খলিফা জীবন দানে অমর শহীদ হন ।
রক্তে পাওয়া যায়নি বৃথা শহীদ গাজীর দান
লাল সবুজে আজও বাজে সোনার বাংলা গান ।