সুপ্ত রাজার গুপ্ত ধন ঐ খানেতে নাই
মন্ত্রী মশাই পাহাদার দেখছো কি তাই ?
সঞ্চিত সেই ঘরের কোনে সিন্দুক শুন্য পাই
ঢাক ডোলে সুপ্ত রাজা শাসন করে এই ।
বললে কথা টিপে ধরে-
তুই কেরে ভাই ?
রাজা আছে মন্ত্রী আছে আরো কতক ঐ
কেহ নাহি দেখে ওগো অন্তঃ বৃত্তে যাই
আরে বোকা রাজা মশাই
করনা তবে  যাচাই ?
নাটের গুরু তোর গহিন করছে গোপন ধানাই ।
তোর খেয়ে তোর পড়ে বাজায় ভিন সানাই ।
খুলরে আঁখি দেখরে চেয়ে দিচ্ছে কত সড়াই
হ্যাকার বলিস পন্ডিত বলিস
দেখবে ওদের কে ?
ওরা যে আজ নিচ্ছে লুটে মায়ের যত কামাই ।
আমরা কি তা চাই ?
সাইবার ক্রাইম  হ্যাকার চত্রু করছে জীবন ছাই
কি যে বলিস সাইবার ক্রাইম নাহি দিব ঠাঁই
আজই থামা নইলে ওরা নিবে রাজ্য ছিনাই ।
ভয় লাগে প্রযুক্তির ঐ
কে যেন জাল বিছাই !
ওঁত পেতে সেই চক্র গুলি যাচ্ছে তোরে চিবাই ।
রুখরে ওদের দেখরে চেয়ে - ঐ যে জাতির কষাই ।
শুধরে নে - সাবধান হ -  জ্ঞান নিশান উড়াই
পারলে তবে আসবো ফিরে তোরে পথে দৌড়াই
সুপ্ত রাজা- মন্ত্রী মশাই
তোরা কি প্রজার পর ?
দেরে ফিরে গরীব অর্থ্- নইলে রাজ্য ছাড়
মুক্তির পথে মায়ের সন্তান বড়ই স্বার্থ্পর
বাঁচতে জানি -লড়তে জানি - আমরা অতঃপর !