স্বাধীনতা নেইতো আর - মায়ের স্বপ্নীল ফুলে
রক্তে ঝরা কষ্টে পাওয়া চলছে যত ভুলে ।
স্বাধীনতা নেইতো আর -সত্য নিশান তুলে
কে বড় ?কে ছোট? বাক যুদ্ধে চলে ।
স্বাধীনতা নেইতোর আর- মুক্তি যুদ্ধের পালে
ক্ষমতা মোহে ওদের টেনে দেশদ্রোহীর জালে ।
স্বাধীনতা নেইতো আর-একক সুরের তালে
”জয় বাংলা “ উত্তাল ধ্বনি কেমন যেন হেলে!
স্বাধীনতা নেইতো আর- ন্যায়ের কথা বলে
যোদ্ধা কতক খেতাব প্রাপ্ত হরেক রঙ্গের ছলে ।
স্বাধীনতা নেইতো আর- দীপ্ত জ্ঞানের মূলে
চাটুকদারী তাবেদারী উর্ধ্ব শিরায় দোলে ।
স্বাধীনতা নেইতো আর- পিতা যেমন চাইলে
অভিনয়ে ক্ষমতা লোভী রক্তের হোলি খেলে ।
স্বাধীনতা নেইতো আর- লাল-সবুজের কোলে
মৌলিক ছুঁড়ে ভ্রান্ত নিয়ে কুট কৌশলের চালে।
স্বাধীনতা নেইতো আর- গণতন্ত্রের দলে
মুখে বুলি অন্তেঃ বিষ মায়ের দুষ্ট ছেলে ।
স্বাধীনতা নেইতো আর-যেমন তুমি ছিলে
স্বপ্ন যত যাচ্ছে ডুবে যখন ওরা এলে ।
স্বাধীনতা নেইতো আর- জলে খালে বিলে
ভরাট নদী দখল ভূঁয়া মরু উদ্যান  ফলে ।
স্বাধীনতা নেইতো আর- একাক্তুরের কূলে
মায়ের পিতা হত্যা করে জ্বলছি নরক শুলে ।
স্বাধীনতা নেইতো আর- তাজের স্বপ্নে হালে
বোঁটা তাঁর পাঁপড়ি নিয়ে
ফোটে স্বাধীন ডালে !
স্বাধীনতা নেইতো আর- যেবা তুমি পেলে
ক্ষমতা লোভে অর্থ্ লোভে দিচ্ছি অগ্নি জ্বলে ।
স্বাধীনতা নেইতো আর- আয়রে দুয়ার খুলে
মুক্তি যুদ্ধের মন্ত্র মূলে - সুবাস ডানা মেলে ।