তেলের মাথায় তেল ঢালে সেইতো দেখি হালে
সোনার হরিণ নিত্য গজে সরকারী চাকুরী পেলে
রাজা মশাই ওদের লয়ে উড়ছে আপন তালে
যায় যে ভুলে অন্য প্রজা একই নৌয়ের পালে
সমযোগ্য কিংবা বেশী ধুঁকে ধুঁকে জ্বলে
মাইনে কম বেতন নাই কোন রকম চলে
টানাটানির সংসারে চাকুরী তার দোলে
রাজা মশাই সে কি দেখে
আঁখির পাতা খুলে!
তোরই প্রজা বেসরকারী চাকুরীজিবী হলে
দিবা নিশি খেটে যায় তবুও নরক শুলে
এই আছে এই নাই কেহ নাহি চাইলে
আজকের যুবক বৃদ্ধ হলে শুণ্য হাতে ফিরে
বেসরকারী চাকুরীজিবীর হাসি নাহি নীড়ে
তুই রাজা বড়ই বেকুব একই পক্ষে দৌড়ে
কত অংশে ওরা আছে বেসরকারীর ভীড়ে ?
ওহে রাজা বেসরকারীও সমমূল্যে ভাই
সেইদিন কিন্তু দিব ফিরে পাবিনা তুই ঠাঁই ।
আয় ফিরে আয় মুল্য দিয়ে প্রজা যত এই।
অধিকার দে সমহারে  বাঁচতে সবে চাই ।
ওদের দিস মানা নেই অন্যের কথা ভেবে
বেসরকারীও তোর প্রজা -সেটার কি হবে ?
দিয়েছিস ওদের  বেড়েছে দাম ভোক্ত ভোগী সবে ।
চাকুরী শেষে ওদের আছে ভেবেছিস কি তাই ?
বেসরকারী শূন্য হাতে শেষে কিছু নাই !
   ---------------