আমার ভাই তোমার ভাই - মনু ভাই মনু ভাই
সকাল সকাল কেন্দ্রে যাই – মা বোনদের বলে যাই
মনু ভাইয়ের মার্কায়- ভোট চাই ভোট চাই
মনু ভাইকে দিলে ভোট- আসবে শান্তি আসবে সুখ
হবে কালভার্ট্ হবে রোড - নাইবা রবে কোন দুঃখ !
সীল মার ভাই সীল মার- উন্নয়নের পথ ধর ।
আমার নেতা তোমার নেতা - ভোট দিয়ে জয় কর।
এই ধ্বনি  বাজতো কত- অলি গলি সবখানে
হালে এসে নাইতো আর -বলতে হয় সাবধানে ।.
শুরু তবে  নাহি দেখি - ঐ যে শুনি হ্যাঁ না ভোটে
কুটকৌশলে স্বৈরাচার - ভোটবিনে ক্ষমতা লুটে
স্বৈরদহের গণতন্ত্র
যাচ্ছে আজ নিত্য পুড়ে ।
ক্ষমতা লোভীর নগ্র গ্রাসে-
কে নেই সেই একই দৌড়ে ?
হরেক ছলে হরেক নাচে –
যায় যে ওরা সুর তুলে
ভোটাধিকার লাল-সবুজে –
নাইতো সেই মুক্তির কালে ।
বিদায়ে পিতার ধেয়ে সে যে  –
স্বৈরতন্ত্রের সূত্র লয়ে
গণতন্ত্রের মায়ের বুকে –
সেই যে শুরু আজও বয়ে ।
অজ্ঞদের দাপট তরে -বিজ্ঞ নাহি কক্ষে বসে
অস্র হাতে টাকার জোরে- নেয় ছিনে বক্ষ চুষে
চায় চায় ক্ষমতা চায়- জনঅধিকার নিত্য পিষে
মতভেদে ঐ যত লুফে -একে অপর বেজায় দোষে
এই হল হালের সেবক- এমনি যায় ভালবেসে
উৎসববিনে নির্বাচন - জাতিকে দেয় পরিশেষে !
আমার ভাই তোমার ভাই- ফিরে আসুক উল্লাসে
চাই চাই ভোট চাই গণতন্ত্রের এজলাসে ।
”হ্যা” নয় “না ”নয় তন্ত্র নামে স্বৈর গ্রাসে
ওরা সবে একই পথে গণতন্ত্রের পরিহাসে ।
          ------------