প্রশংসা চাইনা হে বীর- তোমারই পথ চেয়ে..
পার যদি সাথী হও আমারই রণে যেয়ে ।
অনেক দুর যেতে হবে মায়ের পাল তোলে !
প্রশংসা ঐ থমকে দিবে আলোর পথ ভুলে ।
পার যদি এসো ফিরে প্রেরণার দুত হয়ে…
তুমিই হবে রণের সেই - আগামীর পথ জয়ে ।
সমালোচনা চাই-  হে বীর !
আমারই  শুদ্ধি অভিযানে ।
না যেন হয় গীবত সুরে তোমারই ধবংস এনে ।
পার যদি মেলাও ডানা - সৃজনের পথ ধরে….
থেক পাশে যাব উড়ে -তোমারই গানের সুরে ।
তুমিই পার -একটু ভাব -আলোক দুয়ার খুলে
যাবেই দুরে আঁধার যত হিংসা বিদ্বেষ ভুলে ।
পার যদি – যাও ভুলে - বিনিময় কি পেলে ?
প্রয়োজনে সেই পাবেই ফিরে আজিকায়  যা দিলে ।
একটু ভুলে  হারায়ে পথ -নিওনা নরক শুল ।
তোমারই কর্মে ওঠুক জেগে আগামী স্বপ্নের ফুল
         -----------