প্রশংসার ঐ ন্ইাতো শেষ ওহে মহিয়ান
জগতপতি একক শক্তি তুমিই গরিয়ান ।
দু’কূলে এই নাইতো কেহ সম তোমার হয়
উর্ধ্ব শিরে  শক্তি তোমার করি যেন ভয়!
তুমিই আঁধার তুমিই আলো মুখাপেক্ষী নও
নত শিরে চাও যে সবে আপন করে লও ।
দেয়নি কেহ নেওনি জম্ম একক শক্তিধর
যেবা তোমায় চিনে ওগো করনি ওদের পর ।
সমতুল্য হয়নি কেহ তোমার সৃষ্টিকূলে
বিশ্বাসে ঐ মুক্তি মেলে একক সত্তার ফুলে ।
বন্ধু তোমার নবী রাসুল মানব মুক্তির পালে
তুমিই এক অদ্বিতীয় কোরআন হাদিস বলে
বেইমান ঐ শিরক করে ঝুলে নরক শুলে ।
নাইতো কেহ তুমিবিনা আমার জীবন কূলে ।
আল্লাহ তুমি একক পতি যেওনা আমায় ভুলে
                     -----------