রক্ত ঝরা মাথার ঘাম
হয়নি পূরণ ধুঁকছে ধম !
কাঁদছে শ্রমিক হরদম
ওদের ঘাড়ে যত যম ।
মালিক - শ্রমিক এত জ্যাম !
মুক্তি নাহি পায় শ্রম ।
ছুটে সবে উধর্ব্তম
শ্রমিক শ্রেণীর মূল্য কম ।
মজুরি ঐ নিত্য শ্রম -বাকীর খাতায় প্রিয়তম
উল্লাসে ঐ মালিক ছুটে- হটিয়ে ঐ নীচুতম ।
বিশ্ব জুড়ে অধিকার-
সেই কি আর শ্রমিকের ?
অত্যাচার নিপীড়- নিত্য গ্রাসে অবিচার।
শিশু শ্রম -কায়িক শ্রম- চুষে নেয় রক্ত তার ।
মূল্য দানে অধিকার - ছিনে নেয় নেতা ওর
উধর্ব্ লোভে পক্ষ দুই -একই বৃত্তে শক্তিধর
রাষ্ট্র পিতা যোগানদার
ভাঙ্গছে যত নীচু স্তর ।
১ লা মের ঐ দিন- জীবন দানে কত জন
দেয়নি কেহ পায়নি ও - কাঁদছে যত শ্রমিক মন।
রক্ত দানের সেই দিন- আজও শুধু দিবসে
ব্যানার মিছিল উত্তালে -স্বরণ করি প্রহসে ।
রাষ্ট্র যন্ত্র মালিক পক্ষ যায়না কেহ  মূল্য দিয়ে
যায় যে ভুলে গড়ে ওরা- আপন আলয় কর্মে যেয়ে ।
১ লা মের মূল্য তবে
পাবে শ্রমিক এই ভবে ।
জাগ জাগ মালিক সবে- শ্রমিক শ্রেণীর পক্ষ হয়ে
দেশটা বাঁচাও  নিজে বাঁচ- একে অপর বাঁধা জয়ে ।
তোমার স্বপ্নে শ্রমিক সকল -নিত্য রণে আজও জাগে
রক্তদানে বিজয় নিশান- উড়ায় ওরা সবার আগে ।
          ---------------