তোরই কাছে, নহে তোর
যাবেই ধন উড়ে !
আগলে রেখে লাভ কি ?
দিবা নিশি ভোরে !
দিয়ে তোরে দেখে আল্লাহ
এই ক্ষণিক কালে ।
তারই দেওয়া অর্থ্ কড়ি
রাখস কোল হালে ?
পরীক্ষা ঐ দিয়ে তোরে লয় যাচাই করে
দেসকিনা ধন তোর
গরীব দুঃখীর তরে !
ভেবে দেখ নহে তোর নহে  চিরতরে
আজ আছে কাল নেই অন্যের পক্ষে দৌড়ে ।
ফাঁকি দিয়ে তোরে ভুলে যাবে অনেক দুরে !
বিধির সায় হাত বদল কালে কালে ঘুরে ।।
হয়তো ভাবিস চিরকাল অর্থ্ তোরই রবে!
অর্থ্ কড়ি ধন দৌলত ক্ষণিক মোহ ভবে ।
গচ্ছিত ঐ অর্থ্ তোর পিষ্টকারী হবে ।
প্রজ্জ্বলিত অগ্নি তোরে পুড়ে পুড়ে খাবে !!
হারশে ঐ লম্বা খুঁটি বিচার সঙ্গী পাবে ।
তোরই কাছে, নহে তোর
হকের পাওনা নিবে ।
সঞ্চয়বিনে বিলাও ধন  বন্ধু যদি হবে ।
      **************