এই বুজি হল সময় - খুলে দাও দুয়ার
নহে দেরী তবে সহে ওহে পরেহেজগার।
প্রভু ঐ তোমায় চেয়ে জাগো আরেকবার ।
তুমি জ্ঞানী ,তুমি আলো - ওহে ইমানদার ।
সবই আছে তোমায় ঘিরে
ফিরাও তরী তীরে ।


ঐ দেখ  !
তোমার ভাই কোথায় যেন দৌড়ে !
না ,না –দেয়নি আল- কোরআন
এত ভ্রান্ত ছুঁড়ে !!.
কে ওরা?
ভ্রান্তে যেয়ে রক্তের হোলি কুঁড়ে !
অজ্ঞ ওরা  , অন্ধ ওরা,
শয়তানের বাণী পড়ে ।


এই বুজি হল সময়- মেলে দাও ডানা
তুমিই ইমানদার , তুমিই জ্ঞানী
তুমিই সঠিক জানা ।
তুমি হও বীর- তুমি হও  দুত
জানাও বিধান খানা ।
ফিরে আন রুখে দাও কর ওদের মানা ।


এই বুজি হল সময়- আঁধার পথ নূঁয়ে
তোমার জ্ঞানে পশ্চাতে ঐ
ছুটবে ভ্রান্ত ভয়ে !
রক্তের হোলি বোমাবাজি ইসলাম নাহি দিয়ে
শান্তির তরে কোরআন আসে মানবের পথ জয়ে ।


এই বুজি হল সময় তোমায় জাগিবার ।
হে বীর ,উত্তরসূরী- তৌহিদী ইমানদার
অন্তেঃ ঘৃণে রক্তের হোলি- ওহে মুমিনদার ।
নহে ওরা আপন তোমার- তেড়ে দাও এবার ।
রক্ষা কর বিধান আল্লাহর- তিনিই উর্ধ্বে সবার ।
গলা কাটা বোমাবাজি ভ্রান্তে কিনে আঁধার ।
রাসুল চিনে আমল করে হওরে যুদ্ধে পার ।
------------------------