ফয়সালা নিয়ে এসেছে ঐ
আল্লাহর কোরআন ভবে ।
ভুবন বুকের সতর্ককারী
ও-ই কেবল হবে ।
বিপদে ও রক্ষা করে মানব পাশে রবে ।
আঁধার তেড়ে আলো দিয়ে বেহেস্ত কূলে নিবে ।
কে আছে ঐ বদলে ফেলে প্রভূর উধের্ব্ যেয়ে ?
রাজত্ব সব তাঁরই তরে একক সত্তা নিয়ে ।
নভোমন্ডলে  ভূমন্ডলে নাহি কেহ সম
দেয়নি কভূ নেয়নি কভু চায়নি প্রিয়তম ।
অংশবিনে  তারই ধারা চির উর্ধ্বতম ।
তাঁই কৃপায় ঐ এসেছে সৃষ্টি ভুবন দিকে।
রূপের ঝলক সুঠাম দেহে প্রিয়র  ছবি এঁকে ।
সে-ই -কিনা ভ্রান্ত পথে  দুষ্টে অগ্নি ফাঁদে
পথ হারিয়ে জীবন তরী শিরক জলের হ্রদে ।
উপাস্য ঐ আল্লাহ ভুলে সৃষ্ট নিয়ে কাঁদে
সৃষ্ট নাহি সৃষ্টিকারীর কোন কাজে আসে
মূর্তি সকল অগ্নি হবে শ্রেষ্ঠ মানব ধসে ।
একক আল্লাহ সবের মালিক আপন আলয় জাগে
তিনি বিনে নাইতো কেহ তোমায় আমায় দেখে ।
          ---------------