কত ডাকি এসো ফিরে যেওনাগো চলে।
তবুও ছুট একলা পথে  যত সুখ ফেলে ।
যম দুতের ঐ ডাক শুনে
যাও যে নিমেষ ভুলে ।
কিসের মোহে এত ব্যকুল!
যাওনি তুমি বলে ?
ওরে ভাই -ওরে বন্ধু -ওগো ছেলে –মেয়ে
ধরার যত আজই শেষ নাইবা সময় পেয়ে
ফুরিয়ে  এল আয়ূ আমার শুনে যাও সবে ।
একই পথে তুমি যাবে
কে রয়েছে কবে ?
আমি যাই -তুমি এসো - আগামীরই পথে
ধরণীর বুকে যত বুঁনে  তোমারই সাথে ।
গিয়েছে কত চলেছি আমি নহে রবে তুমি
যম দূত ঐ আসছে তেড়ে ওগো প্রাণের ভূমি ।
কে আছে বল ?
রূখে তোমায় ভুবন মায়ের কোলে ?
যেতেই হবে প্রভুর সানে আপন যত ভুলে
আসবেনা কেউ মৃত্যু কালে
তোমায় মুক্তির ছলে ।
পাবেই শুধু ঐপারতে গিয়েছো যা ফলে ।
তবুও মানব ছুঁড়ে ফেলে ক্ষণিক তরে এসে
যায় যে ভুলে দুষ্ট মোহে নাহি ভালবেসে
মৃত্যু লুফে সবাই যাবে ঐ কূলেরই পাশে
জাগবে শুধু আমল ভবের মৃত্যুর পর হেসে
এত গর্জে - এত দম্ভে- কেন অবশেষে ?
পরকালের জীবন ধারা দিচ্ছ নিজে পিষে ।
        ---------------