প্রশংসা নাহি চাও কর্মেরই পাশে
সৃষ্টিতে তুচ্ছ নাহি ভাব দোষে ।
পার যদি  উড়ে যাও প্রেরণারই বেশে
আক্ষেপ নাহি রবে চাওয়ারই শেষে ।


অমীত তাল লয় সেই নীড়ে এসে
দেখায়ে পথ তোমারই পাশে ।
জাগিয়ে সদা কত কিছু পুষে
গৌরবের ছলে যত ভালবেসে ।


ঝর্ণা ধারায় জল কণা বয়ে
ঐ দুর পথে কত নাম লয়ে
কঠিন বাঁধা নাহি রাখে ভয়ে
উত্তাল তরঙ্গে দিবা নিশি জয়ে !


সাহসী  বীর নাহি শুনে ঐ…
পশ্চাতমূখী কত শত সেই !
হারিয়ে তবে অবশেষে এই
উড়ায়ে নৌ চলেছে তাই ।
নিন্দুকেরা ভাই-
কোথাও নাই !
উজ্জল আলোয় তোমাকেই চাই ।
-------------