ওহে মুমিন, তুমি আশ্রয় চাও হে- ঐ মাবুদের
যিনি পালনকর্তা যিনি অধিপতি মানুষের ।
তুমি আশ্রয় চাও হে - ঐসকল অনিষ্ট থেকে
যেকিনা কুমন্ত্রণা দেয় মুমিনের হৃদে ঢুকে ।
আত্নগোপন করে মানবের অন্তরে অন্তরে
ডেকে যায় মুমিন সবে আঁধার যত তেড়ে
প্রভূ ভুলে নবী ভুলে ধবংস চায় তারে  ।
ওরাই কিনা জ্বিনের মধ্য হতে
কিংবা মানুষের মধ্য হতে
ওরা শ্বেত রূপী দুষ্ট-  ওরা সিদ্ধ নষ্ট ভ্রতে ।
ওরা অনিষ্ট ওরা পাপীষ্ঠ নহে  আলোর পথে
তুমি আশ্রয় চাও হে- ঐ প্রভূর পথ চেয়ে  ।
জেগে ওঠ নবীর শিক্ষায় চির বাঁধা জয়ে ।
তুমি পানা চাও হে তার পানে
যিনি সবের ত্রাতা ।
তুমি আশ্রয় চাও হে- যিনি তোমার মুক্তি দাতা ।
             -----------