রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানিস সগীরা ।
হে প্রভূ ,আমার বাবা-মাকে সেভাবেই রেখো
শৈশবে যেভাবেই ওরা আমায়  রেখেছিলে ।
প্রভূ তুমি  দেখো তারে যেমনি আমার হলে ।
শৈশবে মোর ছায়া হয়ে সদা পিছু রইলে ।
যায়নি ভুলে কষ্ট দিনে রয়েছে ফুলে ফুলে
ছুটেছে নিত্য সন্তান সুখে নিজেরটুকু ভুলে
উদর বহে আনলে যখন তোমার জগত পালে
বাবার কাঁধে ভর করে মায়ের আঁচল কোলে।
সন্তান আমি হয়েছি বড় আজিকায় এই হালে
প্রার্থনা মোর তোমার সানে নাহি ভুল কালে
তোমার পরে বাবা -মা আমার হৃদে দোলে
কেবা আছে ওদেরবিনে তোমার দুয়ার খুলে!
তুমিই পার দিতে ওদের শ্রেষ্ঠ প্রতিদান
যেমনি ছিল আমার প্রতি  তারা যত্নবান ।
বৃদ্ধে ওদের তুমি হইও ওগো মেহেরবান
তুচ্ছ নহে দিবস এনে- ওহে মহিয়ান
নিত্য দিনে জন্মদাতা বিধির সেরা দান ।
বাবা দিবস মা দিবস নহে মূল্য তার
সন্তান তরে পিতার হক বাধ্যগত ভার
পেলেই যখন তুমি ওদের নহে কটু বলে
খুলে দিও সেবার দুয়ার যখন তুমি পেলে
তবেই তুমি শ্রেষ্ঠ সন্তান যদি তাদের হলে ।


---------------------------