কে এল ঐ তোমার কোলে নবীণ রূপে সেজে !
জড়িয়ে গলা হেলে দোলে কান্না হাসির মাঝে ।
তোমায় চেয়ে আনপলকে উঠছে বেড়ে সে যে
ও যে মায়ের নবীণ আলো বলছে তোমায় রোজে ।


তোমার তীরে নোঙ্গর করে যাবেই উজান চলে
দাওনা ভরে উজার করে হৃদয়ের দুয়ার খুলে ।
যত্ন মতে ছুঁড়বে আলো স্বপ্নীল পাল তোলে
গাইবে সে যে তোমার সুরে যেমনি তুমি দিলে ।


ভালবেসে যাওরে পিতা যাওরে  সকল মাতা
আপন আলোয় উড়ায়ে নিশান
জাগাও মায়ের ছাতা ।
তুমিই পার আগলে রেখে হতে ওদের ত্রাতা ।
আজিকার শিশু নবীণ আলো
আগামী দিনের নেতা ।


মৌলিক অধিকার নিওনা কেড়ে
দাওনা আজিই ওরে ।
তোমার কোলের কোমল ছোঁয়ায় ওঠুক শিশু জেগে
দেখবে তুমি লড়বে সে যে সকল যুদ্ধের আগে ।


পথ কলি কিংবা টোকাই নাইবা রাখ মনে
মানব অধিকার দাওনা ওদের ভালবাসায় এনে
রাষ্ট্র পিতা -রাষ্ট্র মাতা- নাওনা ওদের কোলে
ছিন্নমুলে কত আলো দেখনা আঁখি খুলে !
মায়ের কোলে উঁচু নীচু যাওনা তুমি ভুলে
ওরাও পারে দিতে তোমায় একটু সুযোগ পেলে ।
           ----------