দিলেই যখন  প্রেম দুয়ার
নিওনা তুলে আর ।
দেখিয়ে আলো সরল পথের
দিওনা পুনঃ ভার ।
আসুক  ফিরে অনুগ্রহ
তোমার হতে সবার ।
তুমিই ত্রাতা তুমিই দাতা
নাইতো ভাগিদার ।


একদিন প্রভু  ডাকবে তুমি
তুলবে মোদের জেগে ।
সন্দেহ নেই একই মাল্যে
ডাকবে মানুষ আগে ।
ওয়াদা তোমার করবে পালন সকল ভ্রান্ত ছুঁড়ে
নাইতো কেহ রুখে তোমায় দিবা নিশা ভোরে ।


কি যে হবে  হিসাব দিনে তোমার রহমতবিনে !
জেনে কত - না জেনে ঐ করেছি নিত্যদিনে ।
ধরার বুকে আগলে রেখে দিয়েছো রহমত এনে ।
বলেছো কত যাইনি তবু নেইনি তোমায় শুনে ।


ডাক শুনে ঐ যায়নি সেথায় যতটুকু চাইলে
মুক্তি নহে দয়াবিনে তোমার বিচার কালে ।
নহে আসে কাজে সেই যারা ভবে ছিলে
খুলে দাও অন্তঃ দুয়ার যেন উড়ি পালে ।
যেমন তুমি আমায় চাও তাই যেন ফলে ।
         ----------