বঙ্গ বুকে তাজের উদয় নিত্য সাথী হয়
কাপাসিয়ার তাজউদ্দিন মুক্তি যুদ্ধের লয়
ঘন মেঘে রক্তিম আলোয় করে দুর ভয়
মুক্তিকাশে শুভ্র তারায় জ্বলে সদা রয়
নেতার ডাকে কান পেতে ঐ ”মা” কে করে জয় !!


জয় বাংলা শ্লোগান তুলে ”বঙ্গ তাজ” যায়
মুজিব স্বপ্নে বিজয় নিশান লাল-সবুজের গাঁয়
পশ্চাত নহে অগ্রে যেয়ে শত্রু যত তাড়ায়
বাঙ্গালী ঐ যুদ্ধ রণে তাজউদ্দিনের নায় ।
শহীদ- গাজী বীর সেনানী আরো কত পায় !



শহীদ-গাজীর গাজীপুর ওদের আপন নয়
শত্রু ওরা হায়েনা ওরা দেয়নি মুক্তির সায়
ভয় নেই তোদের কাপাসিয়া হবেই নিত্য উদয়
মুক্তির পথে তাজউদ্দিন অমর নিশান দেয়
লাল-সবুজের সোনার বাংলা মুজিব পথে নেয় ।


কাপাসিয়ার ছেলে ওগো তাজউদ্দিনকে হারায়
অন্তঃ ব্যথা জড়িয়ে প্রাণে আজও মোদের ভাবায়
কুলাঙ্গার সেই কতক ছেলে ঘাতক বুলেট বিঁধায়
রৌদ্রকাশে হঠাৎ মেঘে দিবস আলো নিভায় !
যায়নি নিভে আজও জ্বলে ইতিহাসের পাতায় ।


ঐপার হতে ডাকছে তাজ- আয়রে তোরা ফিরে
কেবা আছে রুখে তোদের স্বাধীন মায়ের নীড়ে
শক্তি তোদের মুক্তি যু্দ্ধ বন্ধন ডানায় উড়ে
আলো নাহি ওদের তরে তোদের পানে ভীড়ে ।
”কাপাসিয়ার তাজউদ্দিন” সদা আলো ঘিরে ।
---------------------