দেখেনি  কভু সেই ক্ষণে তবু জাগে মনে !
একাত্তুরের মু্ক্তি যুদ্ধ আজও অমর গানে ।
মুজিব ডাকে তাজের আলোয় স্বাধীনতা পেয়ে
নৌকার মাঝি তুমি হলে ”জয় বাংলা” গেয়ে ।


মুক্তি যুদ্ধ ভিক্তি জেনে মায়ের পাল তুলে ।
তোমার পথে জাতি চেয়ে লাল-সবুজের কোলে ।
লোভ লালসা ছোঁয়নি তোমায় ক্ষমতার মোহে এসে
উপমা তুমি গর্ব্ জাতির সদা রও পাশে ।


তোমার আলোয় জাতি হেসে ওঠবে জেগে রোজই
আমরা সবে তোমার হব- এসো ফিরে আজই ।
এসেই দেখ মায়ের কোলে কত মিথ্যে লুকে
তোমার ঐ সত্য বাণী চায় যে সকল লোকে ।


”বঙ্গ তাজের ” নৌয়ের পালে তুমিই আলো হবে
আমরা সবে ওঠব জেগে ভ্রান্ত যত নিভে ।
উপমা তুমি মুজিব ছায়া সদা দিয়ে যাবে
সোনার বাংলা অমর গান মোদের নিয়ে গাবে ।


”জয় বাংলা” জয়ো ধ্বনি পিতার অন্তঃ সুরে
তুলবে লয় উজার করে মুক্তির পাখায় উড়ে
বিনিসূতায় মাল্য গেঁথে জাগবে সকল ভোরে ।
একাত্তুরের মুক্তি যুদ্ধে আপোষ নাহি করে ।


উপমা তুমি-” সোহেল তাজ” বঙ্গ তাজের ছেলে
মাস্তুলের ঐ আলো তুমি জাতির নৌ পালে
সত্য পথের বিজয় নিশান তুমিই মোদের দিলে
এসো ফিরে মায়ের কোলে ধন্য তোমায় পেলে ।
       ----------------