হে প্রভূ,
যেওনা ভুলে দিও ঠাঁই ওগো
দিবা নিশি প্রভাত তুমিই জাগো
কে আছে বল মুক্তির লগো!!
আশ্রয় চাহি হে তোমার পানে
খুলে দাও দুয়ার মুক্তিটি এনে ।


রক্ষা কর মোরে অনিষ্ট থেকে
সৃষ্টির গহিন আছে যত  লুকে ।
রাত্রির অনিষ্ট  নাহি যেন পারে
ছিনে নেয় মোরে
আলো থেকে দুরে ।
বড় ভিতু আমি কে ঐ দৌড়ে
হিংসুক ছোবল এই যেন উড়ে!


জগতের প্রভূ ,তুমি হলে সেই
সমাগত অনিষ্ট সপেছি তাই ।
নাহি করি ভয় তুমি আছো ঐ
গ্রহ্নিতে ফুঁৎকার নাহি যেন পাই
যত সব অনিষ্ট চির মুক্তি চাই ।
-----------