ওহে যুবক- ওহে তরুণ- ওহে শক্তির ধারক
ওহে স্বপ্নীন পৃথিবীর স্বর্গ্-নরক !
কে বলেছে ব্যর্থ্ তুমি গড়তে পূতঃ ভুমি ?
তুমি কি জান ?
কত যে চেয়ে ধরার যত দামী!
তবে কেন আঁধার পথে নিচ্ছ তুমি গ্লাণী ?
তুমি নও জঙ্গী -তুমি নও অস্ত্র ধারী -তুমি আলোর দিশারী ।
তুমি পিতার অহংকার- তুমি সৃষ্টির তাজ -তুমি সত্যের পূজারী।
ওহে যুবক-ওহে তরুণ-তুমি জাতির আশা
তুমি শিক্ষিত-তুমি জ্ঞানের জ্যোতি- তুমি গহিনের ভাষা
তুমি বিধাতার প্রিয়, তুমি মানবতার শ্রেষ্ঠ  ধর্ম্
তুমি গবেষক -তুমি জান্তা- তুমি বুজ মর্ম্।
ওহে যুবক -ওহে তরুণ- তুমি ভাইয়ের ভাই
তবে কেন বিধাও শুল ওদের পথে যাই ?
ওহে যুবক- ওহে তরুণ- ফিরো এসো দুইয়ের মাঝে
সেই আলোকিত পথে কোরআন- হাদিসের সাজে ।
ওরা ভ্রান্ত-ওরা অন্ধ-চায়না বুজে তোমার কাজে
ওরা দিয়েছে অস্ত্র- দিয়েছে ভুল- দিয়েছে আঁধার রোজে
ওহে যুবক- ওহে তরুণ- ফিরো এসো মুক্তির খুঁজে ।
নেই নেই কোথাও নেই ইসলামে তরে রক্তের হোলি
ওরাই পথ ভ্রষ্ট-ওরাই দুষ্টের দোসর
তোমায় দিয়ে ছুঁড়ে গুলি ।
ওহে যুবক- ওহে তরুণ -একি চির মুক্তির লগো ?
ভ্রান্ত ছেড়ে রাসুলে পথে আজই তুমি জাগো ।
ওহে যুবক- ওহে তরুণ- ফিরো এসো ওগো ।
-----------------