আলোটা নিভে নিথর দেহ বুলেটে প্রাণ গত
অথচ মায়ের ছেলেটি কত হাসত রীতিমত!
দেখত স্বপন গড়বে জীবন নাহি হবে নত
লাল-সবুজে মেলবে ডানা ভেঙ্গে আঁধার যত
মায়ের বুকে উড়ায়ে নিশান মুছবে গ্লাণীর ক্ষত
সে-ই কিনা ভ্রান্ত পথে ওদের মতে ভ্রত !
কি এক মোহে অস্ত্র হাতে জঙ্গী সাজে রত!
বাপের ছেলে মায়ের ধন ছুটছে কত শত ।
ডুবছে জাতি নিভছে আলো যৌবন শক্তি তত।
ওহে রাষ্ট আনরে ফিরে তরুণ হৃদে শ্বেত ।
তোরই সন্তান ঐ তরীতে যদি আলো পেত !
গড়ত জীবন সঠিক পথে যেমন পিতা চেত
আজকে কিনা তোরই শক্তি ছড়িয়ে যত্র তত্র
সতেজ প্রাণের নিথর দেহ ঘৃণ্য জলে মাত্র
কেউ আসেনা কেউ দেখেনা-
একি ছেলের চিত্র !
প্রাণের ধনের অগ্রি শিখায় পুড়ছে কত গাত্র ।
হারিয়ে তবে জাতির পালে সবের ঘৃণ্য পাত্র।
ওহে পিতা -ওহে মাতা- ওহে শিক্ষক- ছাত্র ।
উড়ায়ে নিশান ছড়িয়ে আলো তাড়াও জঙ্গী মায়ে
ইসলাম তলে মুমিন যত সদা থাকে ভয়ে !
আয় ফিরে আয় দামাল ছেলে মুক্তির বার্তা লয়ে
ওরা নহে তোরই আপন ইহ-পর জয়ে ।
         --------------