মায়ের কোলে প্রথম আলো পায় যে শিশু জাগার
তারই ছোঁয়ায় বেড়ে ওঠে নতুন ভাবে বাঁচার !
সেই যে শুরু প্রতি পদে প্রথম আলো মার !!
আজিকার শিশু আগামীর আলো নয়তো কেহ আর
তোমার ছোয়ায় গড় হে - বিধির উপহার.
জাগ জাগ জাগ হে-প্রথম পরিবার ।
ও যে প্রথম তোমার নীড়ে আগাম বুঁনে তার
যেমন দিলে তেমন পাবে তোমার প্রেম শির
কর্ম্ ভেলা করবে নোঙ্গর আলোক জীবন তীর ।
রাখ কি খবর নিত্য দিনে কাদের সঙ্গে বীর ?
আলোয় কিনা আঁধার পথে জাতির দূর্ণিবার!!
রেখেছো খবর  কোখায় গিয়ে তোমার ছেলে মেয়ে?
হচ্ছে কিনা বিপদগামী পাঠশালায় যেয়ে!
ও যে কত ভ্রান্ত পথে তোমার একটু ভুলে
ফিরছে দুলাল লাশ হয়ে মৃত্যেুর পাল তুলে ।
ওহে মাতা-ওহে পিতা- তুমিই প্রথম আলো
তোমার স্নেহে গড় তারে তাড়িয়ে যত কাল ।
হাসবে তুমি হাসবে জাতি তোমার শিশু লয়ে
রাষ্ট্র পিতা উড়িয়ে নিশান জঙ্গী সকল জয়ে ।
ভয় নেই ঐ এগিয়ে যাও থাকব সঙ্গী হয়ে ।
ইলসলাম মুক্তি- ইসলাম শান্তি
কেন তবে ভয়ে ?
শান্তির তরে জাগাও সন্তান তোমার নজর দিয়ে
ওহে পিতা- ওহে মাতা-ওহে জগত ভ্রাতা
কেহ যেন  নাহি ঝরে ঐ পথে গিয়ে ।
প্রথম আলো  তুমিই তার ভ্রান্ত যত  ক্ষয়ে ।
---------------