খুকুমনি পড় তুমি একটু একটু করে
অ, আ ,ক , খ মাতৃভাষা ধরে ।
আলিফ, বা, তা, ছা বেশী বেশী পড়
কোরআন-হাদিস জীবন আলো,
আঁকড়ে তুমি ধর ।
আজকে ছোট কালকে বড় এমনি তুমি দৌড় ।
বাংলা ভাষা আপন করে
জীবন সাধন কর ।
প্রভাত রবি তোমার আলো,
সকাল সকাল উঠ ।
নামাজ পড় বিধি মান  হবে তুমি ভাল ।
শিক্ষা কর পড় বেশী কর্ম্ হবে আলো ।
মান্য কর স্নেহ কর প্রতি জনে এসে,
বন্ধু কর সৎ জনে জীবন গড়ে হেসে ।
খোকা-খুকী সম্পদ দেশের
যেওনা তোমরা ধসে ।
এই খোকা এই খুকী কর জীবন সুখী
তোমারা শক্তি, তোমরা আলো,
দাও জাতির হাসি ।
আমরা ”পিতা” আমরা ”মা”
তোমাদের ভালবাসি ।