এক নং প্রশ্নে প্রথম সূচনা সেই কবে করেছি আমি
কবিতার লাইনে উত্তাল প্রবাহে পূলকিত বাক্যে তুমি
জীবন গল্পের তরঙ্গ মহনায় সাজিয়েছি তোমার ধরণী
এঁকেছি আমার বাশরের ছবি কল্পিত প্রেমের স্বরণী
ছুঁয়েছি কত  মেলেছি ডানা শিরহিত যত মণি ।
স্বপ্নীল পত্রে জড়িয়ে তোমায় লিখেছি শিরোনাম
বর্ণে গুছালো -প্রতিটি শব্দে -প্রতিটি লাইনে
প্রতিটি চরনে- প্রতিটি সৃজনে- হৃদয়ের গহিনে
শুধুই একটি নাম -”সুন্দরী” ।
ভালবাসি তোমায় -ভালবাসি তোমায় !!
তুমিই যে রচনার -প্রথম প্রেম - প্রথম সূচনা-
সেই সূচনা পাবে কি খুঁজে রচনার যবনিকা ?
           -------------