বাংলায় চলেছে আজও স্বৈর শাসকের অপবাদ
গুলির মুখে দাঁড়িয়ে কিশোর কণ্ঠের প্রতিবাদ !
পঁয়তাল্লিশ বছর পরেও বাংলার গ্রাম ও শহরে
ষোল কোটি বাঙ্গালী গণতন্ত্রের জন্য যুদ্ধ করে!
মুক্তির প্রত্যাশায় লাল সবুজের বিস্তীর্ণ্ প্রান্তরে।
ঘাতক ইশারা চোখে, আজও দীপ্ত মীর জাফর
ক্রমশ বিস্তৃত হচ্ছে ক্ষমতা পিপাসুদের অত্যাচার
বৈষম্য ভরপুর, লুন্ঠিত অর্থনীতি, কন্ঠরুদ্ধ ,বঞ্চিতের আর্তনাদ;
কবির কবিতায় পত্রিকার শিরোনামে অমানবিক কত সংবাদ ।


কৈশলে মুখোশধারী অত্যাচারী স্বৈরশাসকের আস্ফালন
পূর্বসূরী হঠিয়ে রক্ত গঙ্গায় অভিনব পদ্ধতির সমন।
গণতন্ত্রের রাজনৈতিক মঞ্চে ধর্মীয় অনুভূতির শব্দ চয়ন
ক্ষমতা যাওয়ার অভিলাসে হীন গোষ্ঠির খন্ডিত সংবিধান!
প্রেমের দ্বন্দ সংঘাত গুম হত্যা বিদ্রোহীদের পদাচরন।
দেশে বিদেশে নতশির স্বাধীন  বাংলার ঐতিহ্য সুনাম
কার জন্যে ?
পরাধীন শৃঙ্খলে স্বাধীন জাতির এত বদনাম !!
বিপ্লব শুরু হয়েছে, কিশোর জেগেছে মুক্তির সমর রণে
অধিকার দিতেই হবে, অসাম্প্রদায়িক মঞ্চে জনতার গর্জনে ।


দিকে দিকে পথে ঘাটে কিশোরের পদধ্বনি
ছাত্র শিক্ষক সর্বস্তরের জনতা গর্জে উঠার সময় এখনি
ঐ শুন বঞ্চিত হাজার কণ্ঠে বিপ্লবের সম্বর্ধনা।
এদেশ শিশুর, এদেশ কিশোরের ,এদেশ যুবকের
এদেশ পৌঢ়ের ,এদেশ বৃদ্ধার- এদেশ সবের মা ।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত, আজও শোধা হয়নি ঋণ,
বিপ্লব স্পন্দিত বুকে কিশোর কণ্ঠের প্রতিবাদ-
গর্জে উঠুক -এদিন - প্রতিদিন ।।
কান্নার সময় শেষ: ঘরে ঘরে পৌঁছে দাও খবর!
কিশোর কণ্ঠের প্রতিবাদ- দুর্ণীতির বিরুদ্ধে এবার ।
---------------------------------------