তোমাকে সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝার আগেই  ঢুকে গেছো গভীর থেকে গভীরে যেন
তুমি কি শুনতে পাচ্ছ আমার স্পন্দনে একি নেশা?
উতোল পাতাল দিবা নিশি কে দিল এমন আশা?


এ কোন শিহরণে উদাসী বাতাস মেখে
হৃদয় চোখে তোমার স্বপ্ন বুঁনি আমি,
কোন আবেদনের উম্মাদে ভাসি সারাটি স্নিদ্ধ রাত?


তোমাকে সহজেই ভালোবেসে ফেলি কেন!পারি না কেন ভুলে-
অবহেলিত দরখাস্ত তন্ত্রে তনুতে পুড়ি
সে কি তুমুল তুফানের নির্দ্য় আঘাতে আঘাতে.
যেন একটি তৃষ্ণার্ত্ প্রাণ বিভোর পথ চেয়ে..


যদিও তুমি সহজে ঘৃণা করে ফেল…
আমি ততই সহজে ভালোবেসে ফেলি
যেখানে ছিল না কোন যৌবিক আবেদন
অহেতুক মিথ্যা অহংকারে ছুটেছো অবিরাম…….
বিস্মিত প্রেম! যতোবার ছুঁড়েছো যন্ত্রনার দাবানলে
আমি শুধু চেয়েছি, আমি শুধু ছুটেছি
তোমার নিষ্ঠুর অনলে!


যদি কখনও খোঁজে না পাও
দেখে নিও আমায় -তোমার দেওয়া নির্দ্য় আঘাতে.
তোমার আয়নায় আমি এসে দাঁড়াবো ঝলসানো প্রাণে
বিস্মিত প্রেম! এক অমর গাঁথা ব্যদনার নাম ।


মিথ্যা অহংকারে সহজেই নিষ্ঠুর হও কেন ?
------------------------------------।