চারিদিকে  মিছিল, চলছেই ওরে মিছিল
জানজটে আটকা রে জনতার নিখিল।
রয়েছে শান্তি না আছে মুক্তি,
এই কি লিখা  ছিল রে চুক্তি—
এর চেয়ে ঘরে বসে থাকা ভালো
মিছিলতো চলছেই  চলছে…
ঐ আসিছে, “ওরে প্রাণ,
নয়নের মণি -পিতা ,কন্যা ,বউ ,সন্তান!
অলি গলি বিমান বন্দর ঘন অন্ধকারে
শ্লোগানে শ্লোগানে ডাকে তারে প্রেমাভিসারে,
দুঃখ নিয়ে বসে জানজটে জনতা
কার লাগি এত উৎফুল্লতা, কে এই প্রণেতা?
যে জনতার দুঃখ বুঝে না
আপনের বেলায় আইন মানে না।
যে যন্ত্র গিয়েছে কালো মরিচিকা পড়ি
গুম- হত্যা, নির্যাতন, লুটতরাজ ভুরি ভুরি!
এ রাস্তায় মিছিলে মিছিলে কিসের লাগি
তোর  এ পরান মম কেন  অহেতুক জাগি?
ওরা কি মর্ম্ বুঝে?
তারা তো শুধু ক্ষণিক ভালোবাসে তোকে..
ঐ গদির জন্যে এই মানচিত্রে এই বুকে।
জানি না আর কত দুরে ;আর কত দুরে
এ বাংলার মুক্তির গান বাজবে একই সুরে।
জনতার অধিকার টানিছে নির্বাচনে
ক্ষমতার মোহে গণতন্ত্র হিছরে টেনে।
ওরা কি মর্ম্ বুঝে?
কি চায় জনতা? কোথায় জনতার মুক্তি?
-------------------------------------