বিশ্ব দেখেছে এক মুক্তির সংগ্রাম ।
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
১৬ ডিসম্বর এসে বিজয় কেতন উড়িছে
এ মায়ের সীমানায়।


দুর্বার স্বদেশ প্রেম থেকে স্নিগ্ধ স্বাধীনতা,
মুক্তির ইচ্ছে থেকে ছুটে গিয়েছে বিপ্লবী মঞ্চে.
মুজিব কণ্ঠের গর্জ্ন শুনে..
দুর্নিবার, অপরাহত যার যা আছে হাতে
গ্রাম থেকে গঞ্জে, শহরে থেকে অলি গলি ।


এ বুকে আজ লাল সবুজের উড়ন্ত পোশাক,
কিন্তু কোথায় সেই দুর্জ্য় সৈনিকেরা?
রক্তে রক্তে তরঙ্গিত বিজয় আর শক্তির দুর্বহ দম্ভ,
বিশ্ব দেখেছে এক প্রত্যয়ী সংগ্রাম ।
এ বিজয় উল্লাসে দেখি কত রঙের সংমিশ্রণ !
এ প্রজন্ম বয়ে এনেছে অনুরোধ,
কারো স্বার্থে খুলে যেও না-  এ বিজয়ের চিঠি..


বিশ্ব দেখেছে এক মুক্তির সংগ্রাম ।
বিশ্ব শুনেছে শেখ মুজিবের “স্বাধীনতার ঘোষনা”
বিদ্রোহীর কত পদক্ষেপ তছনছ করে গেছে মুক্তিযোদ্ধারা..
কত মা বোনের চিৎকার সম্ভ্রমে- এ বিজয় পতাকা
কত শহীদের রক্ত শ্মান মূহূর্তে
কত অসাধ্যকে সাধন করেছে যুদ্ধ জয়ের রণাঙ্গনে
রাজাকার , আলবদর,আলসামস এর বিরুদ্ধে ।


বিশ্ব দেখেছে এক মুক্তির সংগ্রাম ।
কি করে এড়াবে সেই মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত পোষাক?
যুদ্ধ শেষ, মুক্তি পেয়েছি -মাঠে মাঠে পরাধীনতা,
মুক্তিযুদ্ধে এসে লেগেছে ইতিহাস বিকৃতির হাওয়া
প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসছে বিজয়ের স্বপ্ন
এ বুক থেকে যেন খসে পড়তে চায় গৌরবের পোশাক!
বিজয় নিশান ‍উড়ে! স্বাধীনতার চোখে ঘুম নেই


বিশ্ব দেখেছে এক মুক্তির সংগ্রাম ।
আর পুড়তে চাই না পরাধীনতার আঙ্গারে ।
পরাধীনতাকে ফেলে এসেছি ১৯৭১,১৬ ই ডিসেম্বর।
প্রতিক্ষণে জাগুক বিজয় নিশান -এ জাতির অন্তর।
----------------------------------------