আজ এক ঐতিহাসিক দিন!
সেই দিন এ বাঙ্গালী
ইতিহাসের অমর কবিতা শুনেছে উতরোল তরঙ্গে তরঙ্গে…
”রেস কোর্সে ”জন সমুদ্রের বিপ্লবী মঞ্চে কবি
বজ্র কণ্ঠের ধ্বনি গর্জে উঠল ক্ষুধার্ত্ বাঘের মতো
দিকে দিকে আঙ্গুলি তুলে উচ্চারিত হতে থাকলো..


”এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম”


তুমুল করতালিতে শ্লোগান উঠতে থাকলো জনতার মুখে মুখে
মৃত্তিকার শূন্য নেচে উঠল নৃত্যের তালে তালে..
পাখিরা থমকে গেল, সমীরন স্থির হল, পত্র শাখে শাখে স্তব্দ নিরবতা..
কি এক অপূর্ব্ মুহূর্ত্ সম্মুখে !
আজ এক ঐতিহাসিক দিন- ৭ মার্চ্


বাঙ্গালী শুনেছে এক কালজয়ী কবিতা, শুনেছে  মুক্তির প্রথম ডাক ।
”এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম”
সেই বজ্র কণ্ঠের ডাক শুনেই  উজ্জেবিত বাঙ্গালীর শিরা- উপশিরা –
বিদ্রোহীদের বিরুদ্ধে গর্জে উঠেছে –অস্র হাতে নিয়েছে,লড়াই করেছে
এক মুক্তির সংগ্রামে, এক স্বাধীনতার সংগ্রামে।


কেউ হঠেনি পিছু এ মায়ের সন্তান, কেউ ভুলেনি কবির কবিতা.
জনতা শুনেছে কান পেতে অমর কবিতার ক্রন্দন..
যে প্রেম ভালবাসায় কবি দিয়েছে স্বাধীনতার গর্জ্ন।
ডাক শুনে কবির, বাঙ্গালী তুলেছে তুমুল যুদ্ধ ঝড় !
রক্ত গঙ্গায় ভাসায়ে তরী লাল-সবুজ এনেছে তার ।


সম্মুখে, সম্মুখে, আরো সম্মুখে, ঐ দেখ বিজয় নিশান উড়ে,
বজ্র কণ্ঠের সেই কবিতা আজো বাজে, আজো বাজে
বাঙ্গালী জাতির অন্তঃপুরে..
নিশি- প্রভাত , ভর দুপুরে
লাল-সবুজের শরীর  জুড়ে
------------------------------------------