এসবের মাঝে বাঁচি
          
                  --হাসান মোহাম্মদ রিপন


নেই যুক্তি,আছে শুধু ভক্তি
নেই মান, আছে শুধু অপমান
নেই মনুষত্ব,চায় শুধু অমরত্ব
নেই বিবেক,আছে শুধু আবেগ
নেই অনুগ্রহ,শুধু মেকি আগ্রহ।


নেই কোন আলো-শুধু মনে কালো
নেই কোন প্রেম-শূধু বৃথা শ্রম
নেই কোন প্রতিবাদ-শুধু শুধু অপবাদ
নেই কোন সাত্বনা-আছে শুধু যন্ত্রণা
নেই কোন আশা-তবু বাঁধে বাসা।


নেই কোন ক্ষমা-আছে শুধু ঘৃনা
নেই কোন ত্যাগ, শুধু চায় ভোগ
নেই কোন কথা-মনে মনে ব্যাথা
নেই কোন মায়া-শুধু আলো ছায়া
নেই কোন গন্তব্য, আছে শুধু মন্তব্য।


এসবের মাঝে আছি-এসবের মাঝে বাঁচি,
এসবের মাঝে হাসি-এসবের মাঝে কাঁদি,
যতই  যুক্তির কষাঘাতে দংশানো বিবেক
তবুও   ভাল থাকতে হয় বলে,
চিন্তা-যুক্তি-মন-মনন বন্ধক দিয়ে আছি।


০৯/১২/২০২১
নোয়াখালী।