বঙ্গবন্ধু ও রাজনীতি
      
                  হাসান মোহাম্মদ রিপন
------------------------------------------------------------------------------
দিকে দিকে আজ দেখি আবেগহীন মেকি আয়োজন
পরিসর বেড়েছে, কোলাহল বেড়েছে বাড়েনি তো গুনাগুন
অনেকের কাছেই অচেনা লাগে দুঃখে হয় যে কাতর
চেনা জিনিস অচেনা লাগলেও করবে না কেউ বারণ
নব্য সেনাদের চেতনার ব্যবসা ষোল আনা আজ এ কারন।


বঙ্গবন্ধুর আত্মত্যাগ আর হালের রাজনীতি ;যোজন যোজন প্রভেদ তা মানতে হবে আজি
সুযোগ বুঝে নতুন রুপে এসে কিছু লোক-বঙ্গবন্ধুকে পুঁজি করে শোডাউন করতে ব্যাকুল
নতুন করে নিজেদেরকে প্রমান করিতে ন্যস্ত
ভাল মন্দ সবকিছুতেই আস্থা দেখাতে ব্যস্ত।


বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণ মুক্ত সমাজ
অতি উৎসাহীদের শোষণের যাতাকলে আমরা যে হতাশ
দলবাজি আর আধিপত্যবাদ সব কিছুতে দেয় বাধা
রাজনীতি আজ সুবিধাবাদীদের এক ধরনের ধাঁধা  
লোক দেখানো সব আয়োজন ছকে আঁকা গল্প
বঙ্গবন্ধু উপলক্ষ্য মাত্র ব্যতিক্রম অল্প স্বল্প।


রাজনীতি হোক সকলের জন্য নহে কথার কথা
দলবাজি আর আমিত্ববাদ এখানে বড় বাধা
আসি আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে
বঙ্গবন্ধুর সোনার বাঙলা গড়তে হবে মনেপ্রাণে
লোক দেখানো বিষয়গুলো না করলেই কি  নয়?
আমাদের শঠতা আমাদের নীচুতা আর না দেখালেই হয়।


চট্টগ্রাম
১৫/০৮/২০২২