ধর্ম ও মানবতা
হাসান মোহাম্মদ রিপন


(বাংলাদেশে ২০২১ সালের সংঘঠিত ধর্মীয় সহিংস ঘটনাকে কেন্দ্র করে )


মানবতা এখন বাংলার জমিনে ভুলুন্ঠিত
সম্প্রীতি আকাশে বাতাসে ডুকরে ডুকরে কাঁদে
শ্রেষ্ঠত্ব-ক্ষমতা-রাজনীতিই আজ শেষ কথা
বিভেদের ভেড়াজালে এখন বন্দী বিবেক
প্রতিবাদের শক্তি যেন  নিবু নিবু প্রদীপ
ভালবাসার অমিত শক্তি এখানে অসহায়
বোবা কান্নাই যেন নির্দয় নিয়তির সহায়
বিশ্বাসের প্রাচীর ক্ষয়ে ক্ষয়ে জীর্ণ শীর্ণ
নিজ দেশে পরাধীন মানুষের নাড়ী চেড়া কষ্ট।


ধর্মের আবরণে-অধর্ম চর্চাই এখন বড় ফন্দি
হয়তো লোক দেখানো কিংবা বিশ্বাসে ভুলের সমষ্টি
কিন্তু ধর্মের মূল বিশ্বাসকে তুচ্ছ করে সবাই
মানবতা ও স্ব- ধর্মের বাণীকে করি প্রশ্নচিহ্ন
শান্তির জন্য ধরণীতে ধর্মের যদি হয় সৃষ্টি
তবে ধর্মের নামে অশান্তি করে কেন আত্মতুষ্টি?
চলে আসা সেই ভুল বিশ্বাসকে আজন্ম লালন
কেন এত আত্ম-প্রচার কি এত অহংকারের কারন
শ্লোগান-ধরন-চর্চা সব কিছুতেই কি অপূর্ব মিলন।


মুক্তচিন্তা বন্দী আজিকে সংকীর্ণতার কাছে
বহুমত আর বহুপথই শান্তি আনতে পারে।
ধর্মে আমার বিশ্বাস আছে তাই  শান্তি আমি চাই
দুর্বলের উপর  অত্যাচার কি আমার শোভা পায়?


২৭.১১.২০২১
চট্টগ্রাম।