শিক্ষা
হাসান মোহাম্মদ রিপন


শিক্ষাই শক্তি,শিক্ষাই মুক্তি
শিক্ষাই বল, শিক্ষায় ফল।


শিক্ষাই কর্ম, শিক্ষাই ধর্ম
শিক্ষাই বর্ম,শিক্ষায় পুর্নজন্ম।


শিক্ষাই আশা,শিক্ষাই বাঁচা
শিক্ষাই সৌর্য্য,শিক্ষায় ঐশ্বর্য।


শিক্ষাই সুখ,শিক্ষাই শান্তি
শিক্ষাই সুর,শিক্ষায় বহুদূর।


শিক্ষাই আবেগ,শিক্ষাই বিবেক
শিক্ষাই শান,শিক্ষায় মান।


শিক্ষাই গন্তব্য,শিক্ষাই কর্তব্য
শিক্ষাই আলো,শিক্ষায় ভালো।


শিক্ষা বিনে অন্ধ,জীবনে থাকে না ছন্দ
শিক্ষা বিনে সর্বনাশ, আসে অভিশাপ


শিক্ষার আলোয়,মুছে যাক কালো
শিক্ষার সৌরভে,বেঁচে থাকো গৌরবে।


শিক্ষাতে নেই ক্ষতি,শিক্ষা ছাড়া নেই গতি
দোলনা থেকে কবর পর্যন্ত,শিখতে থাকো অবিরত


শিক্ষা ছাড়া মুক্তি নাই,এতে কোন ভুল নাই।