মিষ্টতায় তিক্ততা শেষ
সত্যের পরশে মিথ্যা
চিরকালের তরে পরিবে আবেশ।


বন্ধন না করিয়া প্রমাণ
আলগা করিলে মিথ্যার
কালো ছায়া,সজোরে
আঘাত হানিবে শেষমেশ।


বিন্দু-হীন থাকিলে তোমার
তরে মহামালিকের,
আলেয়ার পথে পড়িবে
চরণ, সাজসজ্জায় থাকিবে দেশ।


নয়নের সেবা করিও
তুমি, মনোযোগ দিয়ে-
পাপে-তাপে পড়িবে না
তুমি, ছড়াবে মুগ্ধকর রেশ।