ইচ্ছে করে থেকে থেকে-
রোদে শুকতে দিই হৃদয়ের ক্ষত গুলো।
ভালো করে শুকিয়ে স যতনে তুলে রাখি
রঙ্গিন কোন কৌটতে।
তবুও যদি ক্ষত গুলো মলিনতা ছুড়ে
রঙ্গিন হয়,সুন্দর হয়,কোমল হয়।
ক্ষত গুলো কে মুছে দিতে ইচ্ছে করে না কখনো,
বরং
রঙ্গিন লাল সুতোয় গেঁথে মালা বানিয়ে- বারবার গলায় পড়তে ইচ্ছে করে।
শুকিয়ে যাওয়া-
ক্ষতের দাগ গুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে আরো দগদগে করতে ইচ্ছে করে।
ক্ষতের চিহ্ন মুছতে ইচ্ছে করে না,
কারন এই দাগ গুলো ই আমাকে ভাবায়,
চিন্তা করতে শেখায়,এগিয়ে নেয়,
সত্যকে জানতে উৎসাহ দেয়।
এ যে আমার আমি কে চেনানো র এক পরম আপনজন।