কুকুর ঘেউ ঘেউ করছে
সকাল থেকে সন্ধ্যা অবধি,
ক্ষুধার জ্বালাতে নয়
গু খাবে বলে,গুয়ের গন্ধ নেবে বলে।
লেজের মুখ শূণ্য তুলে
পশ্চাতদেশ দেখিয়ে দেখিয়ে-
রাস্তার এপাশ থেকে ওপাশ
ঘেউ ঘেউ শব্দে ভারী করে পরিবেশ।
কুকুরের মুখের বিষাক্ত লালা পাকা রাস্তা আরো বিষাক্ত করে দেয়।
লালার সাথে ছড়ায় জলাতঙ্ক এর বীজ।
কুকুরের সাথে ঘেউ ঘেউ শব্দে যোগ দেয় আরো কিছু কুকুর।
ওদের মুখেও তখন একই সুরে ঘেউ ঘেউ শব্দ।
কুকুরগুলো দেখতে এক না হলেও
সবকটা গু খায়,গুয়ের গন্ধ শুকে।
একসাথে ঘেউ ঘেউ শব্দে জানান দেয় তাদের উপিস্থিতি।
দিনশেষে লেজ গুটিয়ে গু খেতে খেতে বাড়ি ফেরে।