কুকরে পড়া শীতল যৌবন হারায় গোধূলির আলোয় ;
ফিকে হয়ে আসে দৃষ্টি।
মেঘের ওপারে জমে কষ্টের পলি,
শান্ত দেহে তবুও জাগে কাম!
ফাগুনের আগুন হয়ে-
অধরা থাকে শীর্ণের জল।
নষ্ট হয় একের পর এক মানব বীর্য।
চিবুক বেয়ে নামে বিন্দু বিন্দু জ্বল
কিছুটা উত্তপ্ত কামের আগুনে
তবুও! চলে যৌবনের গতি?
অধরা থাকে সে মেঘের ওপারে।