সময়ের সাথে আজ অন্তহীনের
অ-জানাজা গন্তব্যপথ,
চঞ্চল,রসিকজন অন্তহীন আজ
হৃদয়ের কষাঘাতে জর্জরিত-
জুবুথুবু হয়ে পেতেছে তার আসন ।
চিন্তায় অন্তহীন আজ পরাধীন,পক্ষাঘাতগ্রস্ত,
অন্তহীনের অন্তত আঁকাশ জুড়ে
কালো ছোপ ছোপ মেঘের আনাগোনা ।
অন্তহীন সেই ছোপ ছোপ
মেঘের বর্ষনে ভিজতে চায়,
সব ধুয়ে মুছে, ছুড়ে ফেলে
পেতে চায় হারানো যৌবন ।
কিন্তু অন্তহীনের অনন্ত
আঁকাশ সীমা বন্ধক-
রেখেছে সুদখোর মহাজনের কাছে,
স্বত্তাহীন অন্তহীন আজ শুধু বাতাসে উড়ন্ত বেলুন,
অন্তহীনের অনন্ত আঁকাশ সীমায়
বেলুন হয়ে উড়তেও আজ,
পরাধীনতার শেকল পায়ে ।
অনন্ত আঁকাশে উড়তে চাইলেই
কেউ একজন পরাধীনতার শেকল ধরে হেচকা টানে
স্বাধীনতার গলা শক্ত করে চেপে ধরে অন্তহীনের ।
তবুও অন্তহীন আশায় বাঁচে,তাকে বাঁচতে হয়,
ফিরতে চায় যৌবনে ।