তোমার ঠোট যুগলের কামুক স্প্র্শ দেহের ধমনিতে,
প্রত্যেকটি শিরায় শিরায় মোরা হয়ে উদ্বেলিত করে।।
মেঘের সাথে মেঘের ঘর্ষনের ফলে সৃষ্ট বিদ্যুতের ন্যায়,
প্রকম্পিত করে হৃদয়।
মেঘমালা হতে বিন্দু বিন্দু জ্বলকণা হয়ে-
মরুর বুকে সৃষ্টি করে স্রোতস্বিনী ।
দুটি ঠোট যুগলের আলিঙ্গনের প্রথম অনুভূতি।
আজও স্পর্শে স্পর্শে মাতিয়ে চলে ঠোট যুগল।
কিন্তু অনুভূতি জাগাতে পারে না কিছুতেই,
যা পেয়েছিলাম তোমার স্পর্শে।