দু-পায়ের উরু তে ভর দিয়ে সত্য রা ভূমিষ্ঠ হয়
বাতাসে পতঙ্গ উড়ে চলে ঝাঁকে ঝাঁকে।
অঝর ধারায় বকুল ফুলের বৃষ্টি হয় ভাদ্র মাসে।
কুকুরের ছুটোছুটি বাড়তে থাকে,
জুটিতে বেধে রাতের হাসনাহেনারা
গন্ধে ঘুমিয়ে যায় চাঁদের বুড়ি।
দাঁত কেলিয়ে হাসে ইরানী কার্পেটের নর্তকী র দল।
রাতের আধার চিড়ে বেরিয়ে আসে সাদা দৈত্য র ছানা।
ইয়া বড় শিং দিয়ে গু তো দেয় চাদরে!
তোশক ফুঁড়ে বেরিয়ে পড়ে রক্তজবা।