ঈদ আমাকে আন্দোলিত করে না
-----------------------------
রেজাউল করিম করিম
-------------------
ঈদ আমাকে আন্দোলিত করে না।
পাশের বস্তিতে ছয় বছরের শিশু
একমুঠো ভাতের জন্য অপলক দৃষ্টিতে চেয়ে থাকে।
আর কেউ পোলাও-কোরমা খেতে না পেরে
ফেলে দেয় নর্দমায় অথবা ময়লা স্তুপে।


ঈদ আমাকে আন্দোলিত করে না।
যখন বিত্তবান মানুষেরা কোরবানি ঈদে
কে কতো দামি নিরীহ পশু কোরবানি
দিতে পারে,-
সেই প্রতিযোগিতায় ব্যস্ত।
ঠিক তখন কনকনে শীতের রাতে
একটা কম্বল অথবা একটা গরম
কাপড়ের জন্য,-
দাঁতের উপর দাঁত রেখে
খট্-খট্ শব্দে নির্ঘুম রাত কাটায়
মানুষগুলো।


জানিনা বিধাতা কোন পরীক্ষা নেয়
এই অনাথ,নিষ্পাপ,মা-হারা,বাবা হারা
শিশুদের ও হতোদরিদ্র মানুষের।


---------------------------------------------
রেজাউল করিম করিম
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪