আজ থেকে সাতটি বছর আগে দেখিয়া তোমাকে একটি ফটোর মধ্যে দিয়ে,
প্রেম উদয় হয়েছিল হৃ-অন্তগহিনে।
তখন কি আর ভেবেছিলাম, এই প্রেম  বাস্তবে ধরা দেবে ৮৮ মিনিটে ২০১৮সনে।
চলমান পঞ্চম বছরেও...
"অধরা"ছন্দ নামে ডাকি যে তোমারে।
অতি নিকটে থেকেও তুমি রয়েছ কয় এক লক্ষ মাইল আলোকবর্ষ দূরে।
তবু ও হৃদয় বলে উঠে কবি "গুরু"র ভাষ্যে
"আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে- পুরাতন প্রেম নিত্যনতুন সাজে।"
ইনশাআল্লাহ অদৃশ্য মায়ায় তুমি ছন্দ নামে
আমার জীবনের স্মৃতির পাতায় অসমাপ্ত রয়ে- যাবে অনন্ত কাল ধরে।


(কলমে ২৫-১২-২০২২ইং
                 রাত ১টা২৫মিনিট)