দারিদ্রতার কারণে.....
সময়ের স্রোতে নিজের স্বপ্নগুলোকে বিষর্জন দিয়ে জলীয় বাষ্পের মত বাতাসে মিশিয়ে,
প্রিয়জনদের মুখে হাসি ফোঁটা বার জন্য
অন্তরালে বিষাদের পাহাড় গড়ে বেঁচে আছি ।
জনসমাগমে এক গাল হাসি,
একাকীত্বে অশ্রুসিক্ত আঁখি
অপর প্রান্তে থেকে কেউ বলে  কষ্ট আছেন বুঝি?
এমন প্রশ্নের জবাবে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি
মুখে মৃদু হাসি দিয়ে বলে থাকি আনন্দ উল্লাসেই তো আছি।
ঠিক তখনই অনুভব করি , সান্ত্বনা দেবার মতো কেউ আছেন বুঝি।
মুখে এক গাল মিথ্যা  হাসি ,তাই বলে কি আমিই প্রকৃত সুখী!
এর নামই নিজেকে-নিজের সাথে মানিয়ে নেওয়া অভিনয় বুঝি